রিজার্ভ থেকে কোনো অর্থ খরচ না করেই দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে আশাকরা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে বাকি সব দেনা (আদানি, সুদ, ব্যালেন্স অব পেমেন্ট) শোধ করে অর্থনীতি পজিটিভ ধারায় ফিরবে। আওয়ামি দালাল আর লুটেরাদের কথায় না নেচে ধৈর্য্য ধরি, দেশে গড়ায় যার যার জায়গা থেকে পজিটিভ কন্টিবিউশান অব্যাহত রাখি ।
You must log in or register to comment.
Impressive.